সংগতি চট্টগ্রাম মহানগরের ২০২৬-২৭ সেশনের সভাপতি তাজওয়ার সাধারণ সম্পাদক হামিম
সংগতি ইয়ুথ এসোসিয়েশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। গত ২৮শে ডিসেম্বর, ২০২৫ তারিখে চট্টগ্রাম মহানগর শাখার মেয়াদত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে বিগত কমিটির শীর্ষ নেতৃবৃন্দদের মতামত নেওয়া হয় এবং আগামী নেতৃত্বে কারা আসতে ইচ্ছুক এমন প্রস্তাব দেওয়া হয়। এসময় উপস্থিত সকলেই সংগঠন নিয়ে তাদের আগামীর ভাবনা ব্যক্ত করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনা শেষে সৈয়দ মুবতাসিম তাজওয়ার’কে সভাপতি ও মোঃ হামিম হিসান’কে সাধারণ সম্পাদক, তৌসিফ উল্লাহ চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, গাজী মুনতাসির কবির ইয়াসিরকে সহ সভাপতি এবং মোঃ মনছুর চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী এক (১) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিদায়ী সভাপতি মঈনুল ইসলামের বিগত কর্মকান্ড সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে বিদায়ী সভাপতির দেখানো পথ অনুসরণ তাগিদ দেন।
উক্ত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আফফান উদ্দিন, সাধারণ সম্পাদক হোসাইনুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আবদুল মাবুদ, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাইয়ান আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারহান ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তাছাড়া চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মুবতাসিম তাজওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম হিসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক গাজী মুনতাসির কবির ইয়াসির।
আপনার মতামত লিখুন